দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৩২

আগৈলঝাড়ার সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ছাত্রদল ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম ওরফে মহিদুলকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। চাঁদা না দেওয়ায় এক জমি ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে হামিদুলের বিরুদ্ধে।

গত রোববার আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী উজ্জ্বল কুমার রাহা (৪৬) চাঁদার জন্য নির্যাতনের অভিযোগ করেন হামিদুলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার তাঁকে বহিষ্কার করল ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সেই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে হামিদুলের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও এলাকার সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন প্রথম আলোকে বলেন, ‘আমার এলাকাবাসীর তথা দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তৎপর আছি। কোনো অপরাধীকে জবাবদিহির বাইরে থাকতে দেওয়া হবে না। প্রয়োজনে দলীয় উদ্যোগে প্রমাণিত অপরাধীদের আইনের হাতে সোপর্দ করা হবে।’

প্রসঙ্গত, হামিদুলকে চাঁদা না দেওয়ায় স্থানীয় জমি ব্যবসায়ী উজ্জ্বল কুমার রাহাকে (৪৬) আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় মামলা দিতে গেলে পুলিশ চার দিনেও মামলা নেয়নি। উজ্জ্বল কুমার রোববার বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন, ছাত্রদল নেতা মহিদুল তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট