দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৪০

গণবিবাহ’র বিষয়ে যা জানাল ঢাবি কর্তৃপক্ষ

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে শিক্ষার্থীদের উদ্যোগে ‘গণবিবাহ’ আয়োজনের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এ ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণবিবাহের খবরের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের আয়োজনের কোনো অনুমোদন দেয়নি এবং এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো অবহিতকরণও করা হয়নি।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগ হিসেবে গণবিবাহের আয়োজন দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যাপীঠ এবং বিদ্যাচর্চার স্থান, তাই এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক শাহও একই মত পোষণ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় গণবিয়ের আয়োজনের স্থান নয়। আমরা এটির অনুমতি দিতে পারি না এবং শিক্ষার্থীরা এ বিষয়ে এখনও অনুমতি চাইতে আসেনি। এমন আয়োজনের সম্ভাবনা নেই।’

 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক অবস্থা উন্নত করতে ও ক্লাসের প্রস্তুতির জন্য স্বাধীনতা ভোজের ব্যবস্থা করা হচ্ছে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনও থাকবে। নবীন শিক্ষার্থীদের হলে বরণ ও সিনিয়র শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।’

 

আয়োজক আলামিন সরকারকে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট