দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২২

২৬ সেপ্টেম্বর অনেকে কোটিপতি হবেন!

২৬ সেপ্টেম্বর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। নেটিজেনদের অনেকেই জেনে বা না জেনে তারিখটি নিয়ে পোস্ট করছেন। কেউ বিষয়টি নিয়ে আতঙ্কিত, আবার কেউ করছেন রসিকতা। কারও পোস্টে দেখা যাচ্ছে সরল প্রশ্ন—”২৬ তারিখে কী হবে?”

 

ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স (সাবেক টুইটার), এবং টিকটকে এই আলোচনাটি বেশ জনপ্রিয়। কেউ মজা করে লিখেছেন, “২৬ তারিখ কি শেখ হাসিনা হঠাৎ ক্ষমতায় আসবেন?” আবার আরেকজন মজা করে লিখেছেন, “২৬ তারিখে অনেকে কোটিপতি হবেন!”

 

অনেক নেটিজেন তাদের জমি-বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা নিয়েও পোস্ট দিচ্ছেন। ফেসবুকে ‘২৬ তারিখ’ লিখে সার্চ দিলেই বোঝা যায় এই তারিখটি কতটা ট্রেন্ডিং— প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ এ নিয়ে কথা বলছেন।

 

মূলত ২৬ সেপ্টেম্বর নিয়ে আলোচনা শুরু হয়েছে একটি টেলিগ্রামভিত্তিক গেমিং বটকে কেন্দ্র করে, যার নাম ‘হামস্টার কমব্যাট’। এই গেমে বিভিন্ন টাস্ক পূরণ করে এবং ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কী ইত্যাদি) অর্জন করা যায়। গেমটির প্রচারণাকারীরা দাবি করছেন, ২৬ তারিখে গেমের কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে। তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

 

কিছু নেটিজেন বলছেন, টেলিগ্রামে এমন গেমের বট আগেও এসেছে, যেখানে গেম কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দেওয়া হয়। তবে টিকটকের কারণে ‘হামস্টার কমব্যাট’ বিশেষভাবে পরিচিতি পেয়েছে। অন্যদিকে, অনেকেই এ ধরনের গেমের বৈধতা ও বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে যাই ট্রেন্ড করুক, ২৬ সেপ্টেম্বরের বিষয়ে সবাই স্পষ্ট ধারণা পাবেন সেই তারিখের পরই।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট