দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৪০

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড ফর এক্সসিলেন্স সম্মান লাভ করেছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমটিসি গ্লোবাল অ্যাওয়ার্ড ফর এক্সসিলেন্স-২০২৪ সম্মানে ভূষিত হয়েছে। এই সম্মান বিশ্ববিদ্যালয়টিকে ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়: ২০২৪’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

১৪তম ওয়ার্ল্ড এডু সামিটে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা পুরস্কারটি গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী পুরস্কারটি গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ১২ সেপ্টেম্বর ভারতের ব্যাঙ্গালোরে পৌঁছে ১৪তম ওয়ার্ল্ড এডু সামিটে অংশগ্রহণ করেছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পূর্বে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে, যা তার শিক্ষাগত উৎকর্ষতা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ।

এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত উৎকর্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি নিবেদিতসত্তার প্রতিফলন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট