দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:২৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯,৩৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছেছে।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২০৬ জনসহ সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬৭ জন। এছাড়া, ঢাকা বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, খুলনায় ১০ জন, ময়মনসিংহে ১০ জন এবং রাজশাহীতে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট