সম্প্রতি, দেশের শীর্ষ বি-টু-বি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ পরিদর্শন করেছেন সিঙ্গাপুরের বিনিয়োগকারী ও এক্সিলারেটিং এশিয়া এঞ্জেল জেমস অ্যাং। প্রিয়শপের প্রথমদিকের বিনিয়োগকারী ও বোর্ড সদস্য হিসেবে, জেমস অ্যাং-এর সফরের উদ্দেশ্য ছিল প্রিয়শপের কার্যক্রম পর্যালোচনা করা এবং এমএসএমই খাতে প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করা।
সফরকালে জেমস অ্যাং মন্তব্য করেন, “বাংলাদেশে এসে প্রিয়শপের কাজ দেখা একটি অসাধারণ অভিজ্ঞতা। এমএসএমই খাতে প্রিয়শপ যে বিপ্লব ঘটাচ্ছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি গর্বিত যে আমি এই যাত্রার অংশ হতে পারছি এবং প্রিয়শপের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছি।”
তিনি প্রিয়শপের নেতৃত্বস্থানীয় কর্মকর্তা, কর্মী এবং গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন হাব, স্থানীয় বাজার ও গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলে প্রিয়শপের কার্যক্রম এবং এমএসএমই খাতের জন্য এর সেবা সম্পর্কে গভীর ধারণা লাভ করেন।
বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশেরও বেশি। দেশের তরুণ জনগণ এবং ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় প্রিয়শপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রিয়শপের ভূমিকা প্রসঙ্গে জেমস অ্যাং বলেন, “প্রিয়শপ যে এমএসএমই ডিজিটালাইজেশন এবং অর্থায়নের সুবিধা প্রদান করছে, তা ব্যবসায়ীদের জন্য অভূতপূর্ব অগ্রগতি সাধন করছে। প্রিয়শপের প্ল্যাটফর্ম ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে।”
প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন জানান, “জেমস অ্যাং আমাদের উদ্যোগে বিশ্বাসী ও সমর্থকদের মধ্যে প্রথম একজন, যিনি শুধুমাত্র বিনিয়োগ করেননি, বরং আমাদের প্রতি পদক্ষেপে উৎসাহ ও সহায়তা দিয়েছেন। আমাদের লক্ষ্য ১ মিলিয়ন ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীকে ডিজিটালাইজ করা এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা।”