দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৫৮

কাঁচকলায় ইলিশের ঝোল রেসিপি।

উপকরণ: ৭–৮টি কাঁচকলার লম্বা টুকরা, ৭–৮ টুকরা ইলিশ, মাঝারি আকারের ১টি আলু, ২ চা-চামচ পেঁয়াজবাটা, আধা চা-চামচ জিরাবাটা, আধা চা-চামচ হলুদের গুঁড়া, পরিমাণমতো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, প্রয়োজনমতো তেল, ফোড়নের জন্য অল্প পরিমাণ আস্ত জিরা।

 

প্রণালি: প্রথমে কাঁচকলা হালকা ভেজে তুলে রাখতে হবে। তেলে জিরা ফোড়ন দিয়ে আলু যোগ করুন। এরপর একে একে পেঁয়াজবাটা, জিরাবাটা এবং অন্যান্য গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তেল উপরে উঠলে পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে হলুদ ও লবণ মাখানো ইলিশ ও ভাজা কাঁচকলা ঝোলে দিন। ঢেকে ১০ মিনিট রান্না করুন। শেষে ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করুন। (ইচ্ছা করলে ইলিশ ভেজেও নিতে পারেন)।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট