দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৪

চলচ্চিত্রে নারীদের সুরক্ষা নিয়ে মতামত প্রকাশ করলেন অনন্যা।

অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি ‘কল মি বে’ সিরিজে অভিনয় করেছেন, যা অ্যামাজন প্রাইমে প্রচারিত হয়েছে। এই সিরিজে তিনি ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার বিরুদ্ধে সরব হয়েছেন এবং এক সাহসী নারীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি এমন নারীদের অনুপ্রাণিত করেন, যাদের আত্মবিশ্বাস কম।

সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে অনন্যা ইন্ডাস্ট্রিতে মেয়েদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, প্রতিটি ইন্ডাস্ট্রিতে হেমা কমিটির মতো সমিতি গঠন করা খুব জরুরি, যাতে নারীরা একত্র হয়ে অনেক কিছু করতে পারেন। এ রকম কিছু করলে নিশ্চিতভাবে কিছুটা বদল আসবে। এখন এই সমস্যা নিয়ে সবাই অন্তত কথা বলছেন, তবে এখনো অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে এবং অনেক লড়াই করতে হবে।

অনন্যা আরও বলেন, বেশ কিছু প্রযোজনা সংস্থা ও নির্মাতারা সেটের মধ্যে নারীদের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন। তাঁরা নীতিমালায় বেশ কিছু বদল এনেছেন এবং নারীর সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করার জন্য বেশ কিছু হেল্পলাইন নম্বর রয়েছে। তবে তিনি মনে করেন, এই সমস্যা শুধু সিনেমার দুনিয়ায় নয়, সব ক্ষেত্রেই রয়েছে, তাই এর ওপর দ্রুতগতিতে কাজ করা জরুরি।

অনন্যা আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সব বিষয়ের ওপর কথা না বললেও চলবে, যদি মনে করেন কোনো বিষয়ের ওপর কথা বলা জরুরি, তাহলে নিশ্চয়ই বলুন। তিনি সব সময় নারীদের সুরক্ষা বিষয়ে কথা বলে এসেছেন। এবার শুধু কথা বললেই হবে না, কাজ করতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট