দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:২১

রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে বিমানঘাঁটিতে হামলার অনুমতি দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও পশ্চিমা মিত্রদের কাছে আহ্বান জানিয়েছেন।গতকাল রোববার খারকিভে রাশিয়ার প্রাণঘাতী হামলার পর জেলেনস্কি এই আহ্বান জানান। রাতে তাঁর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এই সন্ত্রাসবাদের একমাত্র কার্যকর প্রতিরোধ হলো রাশিয়ার সামরিক বিমানঘাঁটিগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালির কাছ থেকে এ বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

এর আগে খারকিভে একটি গাইডেড বোমা একটি আবাসিক ভবনে আঘাত হানে, যেখানে এক বৃদ্ধার মৃত্যু ও ৪২ জন আহত হন। খারকিভের মেয়র ইগর তেরেখভ জানিয়েছেন, রাশিয়া সম্প্রতি শহরটিতে একাধিক হামলা চালাচ্ছে।

জেলেনস্কি আরও জানান, রাশিয়া সুমি ও দোনেৎস্ক অঞ্চলেও হামলা চালিয়েছে এবং প্রতিদিন অন্তত ১০০টি বিমান হামলা করছে। ইউক্রেন তাই পশ্চিমা মিত্রদের কাছ থেকে রাশিয়ার ভেতরে সামরিক স্থাপনায় আক্রমণের অনুমতি চাচ্ছে।

যদিও পশ্চিমারা আশঙ্কা করছে, এমন অনুমতি দিলে যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে, তাই তারা এ বিষয়ে এখনো দ্বিধায় রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট