যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে তাঁকে হত্যাচেষ্টার ঘটনায় আটক সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। সরকারি সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, ওই সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ।
রায়ান ওয়েসলি রুথ কে এবং তিনি কী করেন, তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ইতিহাস আছে কি না, তা নিয়ে এখন অনেক প্রশ্ন উঠছে। বিবিসির সত্য অনুসন্ধানকারী দল বিবিসি ভ্যারিফাই রায়ানের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রোফাইল খুঁজে পেয়েছে। প্রোফাইল অনুযায়ী, রায়ানের বয়স ৫০-এর কোঠার শেষের দিকে এবং তিনি ইউক্রেনে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য বিদেশি যোদ্ধাদের আহ্বান জানিয়েছিলেন। তবে তাঁর কোনো সামরিক অভিজ্ঞতা নেই।
২০২৩ সালে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ান বলেছিলেন, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তিনি ইউক্রেনে যান, যেখানে তাঁর উদ্দেশ্য ছিল আফগান যোদ্ধাদের ইউক্রেন যুদ্ধে কাজে লাগানো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি আফগান যোদ্ধাদের ইউক্রেনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রায়ানের অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। গোপনে অস্ত্র বহনসহ বেশ কিছু গুরুতর অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তাঁকে দোষীও সাব্যস্ত করা হয়েছে। লিংকডইন প্রোফাইলে তিনি নিজেকে সৃজনশীল প্রকল্প এবং যান্ত্রিক কাজে আগ্রহী একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। রায়ানের জন্ম হাওয়াই অঙ্গরাজ্যে, এবং তিনি ক্যাম্প বক্স হনুলুলু নামে একটি শেড তৈরির কোম্পানি চালান।
ফ্লোরিডার পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের গলফ মাঠের কাছে গুলির ঘটনার পর রায়ানকে অস্ত্রসহ আটক করা হয়। ঘটনার সময় ট্রাম্প মাঠেই উপস্থিত ছিলেন, তবে তিনি নিরাপদে ছিলেন।
এফইসি-এর তথ্য অনুযায়ী, রায়ান ২০১৯ সাল থেকে ডেমোক্রেটিক পার্টিকে ১৯ বার অনুদান দিয়েছেন, যার মোট পরিমাণ ১৪০ ডলার। তিনি হাওয়াইয়ের সাবেক প্রতিনিধি টুলসি গ্যাবার্ডকেও অনুদান দিয়েছেন, যিনি বর্তমানে ট্রাম্পের সমর্থক।
রোববারের গুলির ঘটনার পর ট্রাম্পের প্রচারশিবির থেকে জানানো হয় যে, ট্রাম্প নিরাপদে আছেন।