দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:৫২

শরীয়তপুর-নড়িয়া প্রধান সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

শরীয়তপুর জেলা শহরের প্রেমতলা এলাকায় শরীয়তপুর-নড়িয়া সড়কের ধসে যাওয়া অংশের সংস্কারকাজ চালানো হচ্ছে। আজ সকালে তোলা।

বৃষ্টির পানির চাপে শরীয়তপুর-নড়িয়া প্রধান সড়কের প্রেমতলা এলাকায় সড়ক ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আজ সোমবার সকাল থেকে নড়িয়া উপজেলার সঙ্গে রাজধানী ঢাকা ও জেলা শহরসহ বিভিন্ন গন্তব্যের যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংস্কার শেষে আগামীকাল মঙ্গলবার রাতের আগে সড়কটি চালু করা সম্ভব নয় বলে জানিয়েছে জেলার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সওজ সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা শহরের প্রেমতলা মোড় থেকে নড়িয়া উপজেলা সদর পর্যন্ত ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কপথ আছে। সড়কটি দিয়ে নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ ঢাকা ও জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। উপজেলাটির প্রায় সব হাটবাজারে বিভিন্ন পণ্যসামগ্রী সরবরাহ করা হয় ওই সড়ক ব্যবহার করে। কিন্তু সদর উপজেলার প্রেমতলা এলাকায় সড়কটির ১০ ফুট অংশ ধসে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে আজ সকালে সড়কটির ওই অংশ ধসে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির ওই স্থান দিয়ে কৃষিজমিতে সেচের পানি সরবরাহের পাইপ বসানো হয়েছে। বৃষ্টির কারণে অতিরিক্ত পানির চাপে পাইপ ভেঙে সড়কটি সোমবার সকালে ধসে পড়ে। খবর পেয়ে সওজের কর্মীরা ধসে পড়া অংশের সংস্কারকাজ করতে যান। তখন ওই পাইপ বন্ধ করে বালু ও ইট দিয়ে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। তাতে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বাধা দেন। এ কারণে আজ সড়কটির সংস্কার সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে শরীয়তপুর সওজের কার্যসহকারী রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জিও ব্যাগে বালু ভরে ও ইট দিয়ে সড়কটির সংস্কার করতে চেয়েছিলাম। কিন্তু স্থানীয়দের বাধায় তা পারিনি। ওই স্থানে অস্থায়ীভাবে একটি বেইলি সেতু স্থাপন করা হবে। ইট ও বালুর বস্তার ওপর ৩০ ফুট লম্বা ও ১৮ ফুট প্রশস্ত বেইলি সেতু বসানো হবে। মঙ্গলবার সারা দিন লেগে যাবে বেইলি সেতুটি স্থাপন করতে। তারপর যানবাহন চলাচল করতে পারবে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট