ব্ল্যাকপিংক তারকা লিসা তার নতুন গান ‘রকস্টার’ প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন। আড়াই বছরের বিরতি ভেঙে ২৮ জুন গানটি প্রকাশ করার পর তার কথা, সুর ও গায়কিতে মাদকতা ছড়িয়ে দিয়েছেন।
‘রকস্টার’ গানটির জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘সেরা কে-পপ’ শিল্পীর পুরস্কার জিতে নিয়েছেন লিসা। নিউইয়র্কের ইউবিএস অ্যারেনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিসা এই সম্মান গ্রহণ করেন। এই বিভাগে প্রতিযোগী ছিলেন বিটিএস তারকা জাংকুকের ‘সেভেন’, এনসিটি ড্রিমের ‘স্মুদি’, নিউজিনসের ‘সুপার শাই’, স্ট্রে কিডসের ‘লক’, এবং টুমরো অ্যান্ড টুগেদারের ‘দেজা ভ্যু’। সবকিছুকে ছাড়িয়ে ‘রকস্টার’ গানটি পুরস্কারের দৌড়ে এগিয়ে ছিল।
পুরস্কার গ্রহণের পর লিসা বলেন, “‘লালিসা’ প্রকাশের পর ‘রকস্টার’ দিয়ে আমার ফেরাটা স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের ধন্যবাদ জানাই এবং আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ।”
সেরা কে-পপ ক্যাটাগরি ছাড়াও লিসা সেরা কোরিওগ্রাফি, সেরা শিল্প নির্দেশনা, সেরা সম্পাদনা ও সেরা পরিবেশনা ক্যাটাগরিতেও মনোনীত হয়েছিলেন। এমটিভি অ্যাওয়ার্ডসে সেরা গ্রুপের পুরস্কার পেয়েছে বয় গ্রুপ সেভেনটিন, যা বিটিএস গত চার বছর ধরে জিতে আসছিল। ব্ল্যাকপিংক গত বছর এই পুরস্কার পেয়েছিল।
থাইল্যান্ডের মেয়ে লিসা ১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় আসেন এবং ২০১৬ সালে ব্ল্যাকপিংক ব্যান্ডে যোগ দেন। আট বছরের ক্যারিয়ারে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন এবং একক ক্যারিয়ারে অসাধারণ সাফল্য দেখিয়েছেন।