দ্যা নিউ ভিশন

এপ্রিল ৬, ২০২৫ ২৩:২৫

সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন; বাক্কোর নির্বাহী কমিটি পুনর্গঠিত

দেশের বিপিও (বিজেন প্রসেস আউটসোর্সিং) ও কল সেন্টার খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করায় কমিটি পুনর্গঠিত হয়েছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অটোমেশন সল্যুশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তানভীর ইব্রাহিম, যিনি পূর্বে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম। গত শনিবার রাতে কার্যনির্বাহী কমিটির ১১০তম বৈঠকে এই পুনর্গঠন করা হয় এবং আজ রোববার বাক্কো নতুন নির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে।

 

পদত্যাগী সভাপতি ওয়াহিদ শরীফ প্রথম আলোকে জানিয়েছেন, তিনি অসুস্থতা ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন এবং বিদেশে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন শারীরিক অসুস্থতার কারণে ৮ সেপ্টেম্বর পদত্যাগ করেছেন। তিনি বলেন, গত ৩ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ১০ জুলাই অস্ত্রোপচার করা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকতে হচ্ছে।

 

নতুন সাধারণ সম্পাদক ফয়সাল আলিম জানিয়েছেন, “আমরা দ্রুত সকল সদস্যের সহযোগিতায় বাক্কোকে রি-ব্র্যান্ডিং করব। তথ্যপ্রযুক্তি খাতে বিতর্কের কারণে এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। আমরা সবাইকে নিয়ে খাতটি এগিয়ে নিতে চেষ্টা করব।”

 

পুনর্গঠিত বাক্কোর নির্বাহী কমিটি ১২ সদস্যবিশিষ্ট, যাদের মধ্যে সভাপতি তানভীর ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবুল খায়ের (টাইমস এএসএল কল সেন্টার), সহসভাপতি তানজিরুল বাশার (মাই আউটসোর্সিং লিমিটেড), সাধারণ সম্পাদক ফয়সাল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমেদ (স্কাইটেক সল্যুশন), অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক (ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেড), এবং পরিচালক হিসেবে আবু দাউদ খান (এনরাউট ইন্টারন্যাশনাল লিমিটেড), ফজলুল হক (নোবেল আইটি সল্যুশন), আবদুল কাদের (ভার্চ্যুয়াল মার্কেট সলিউশন), জায়েদ উদ্দিন আহমেদ (আয়েশা সার্ভিস), মেহদী হাসান জুলফিকার (মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সল্যুশন) ও সায়মা শওকত (এএসকে টেলিকম লিমিটেড) অন্তর্ভুক্ত রয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী