দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৪১

‘এই অপমান আমার প্রাপ্য।’

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক তারকা সরব থাকলেও অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ছিলেন নিশ্চুপ। যদিও এক ভিডিও বার্তায় তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন, সম্প্রতি তার একটি চিঠি ভাইরাল হওয়ায় আবারও সমালোচনার মুখে পড়েছেন। চিঠিতে শেখ হাসিনাকে ‘আদর্শ মা’ সম্বোধন করে পূর্বাচলে জমি চাওয়ার কারণে জয়কে ‘চাটুকার’ বলে আখ্যায়িত করা হয়েছে। এই বিষয়ে তিনি নিজেই মুখ খুলেছেন এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।

 

পোস্টে জয় উল্লেখ করেন, “আলো আসবে, এই গ্রুপে ধরা পড়ব না। ইউটিউবারদের ষড়যন্ত্রের শিকার হবো না—এমন তো আশা করা যায় না? ২০১৪ সালের একটি চিঠি নিয়ে ১৪ বার ভাইরাল করে আমাকে সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে। সাবেক সরকারের সময় অনেকেই জমি পেয়েছেন, কিন্তু বর্তমানে সেই প্লটগুলো বাতিল হয়েছে। তবুও, আমার চিঠি পোস্ট করা হচ্ছে এবং আমার নম্বর ভাইরাল করা হচ্ছে। চাটুকারিতার বিষয়ে জয় বলেন, ‘এই চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে। এর জন্য অপমান আমি স্বীকার করি। তবে অতিরিক্ত শাস্তি দেওয়া উচিত নয়। আল্লাহ্‌ যেন আপনাদেরও ক্ষমা করেন। আমরা সবাই জানি আল্লাহ আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি দেন। ঘৃণা না ছড়িয়ে শান্ত থাকার অনুরোধ করছি। আসুন, আমরা সবাই নিজেদের ভুল সংশোধন করি।'”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট