দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৪৬

ইংলিশ চ্যানেলে বোটডুবির ঘটনায় ৮ জনের মৃত্যু

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড যাওয়ার পথে কমপক্ষে আট অভিবাসীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে পা-দু ক্যালে অঞ্চলের বোলোগনে সার-মার জলসীমায় বিপদগ্রস্ত একটি রাবারের বোট থেকে তাদের উদ্ধার করা হয়। রাত একটার সময় উদ্ধারকর্মীদের সতর্ক করা হয় এবং কিছুক্ষণ পর তারা গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করেন। অনলাইন বিবিসি জানিয়েছে, ইরিত্রিয়া, সুদান, সিরিয়া এবং ইরানসহ বিভিন্ন দেশের প্রায় ৬০ জন অভিবাসী ওই রাবারের বোটে ছিলেন। এই বছর একটি অভিবাসী বোঝাই বোট ডুবে ৬টি শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছিল দু’সপ্তাহেরও কম সময়ে। তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চেষ্টা করছিলেন। ফরাসি কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বোটটি আমব্লেটিউসে শহরের সমুদ্রসৈকতের দিকে যাচ্ছিল। সমুদ্রে থাকা উদ্ধারকর্মীরা তাদের সাহায্য করতে পারেননি এবং উত্তাল সাগরে বোটটি পাথরের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। সৈকতে ৫৩ জনকে উদ্ধার করা হলেও আট জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সমুদ্রে আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট