দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৩

পাকিস্তানে জঙ্গি হামলার বৃদ্ধি ঘটার কারণ

পাকিস্তানের ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) অনুযায়ী, এ বছরের প্রথম আট মাসে জঙ্গি হামলায় পাকিস্তানে ৭৫৭ জন নিহত হয়েছেন। আগস্ট মাসেই নিহত হয়েছেন ২৫৪ জন, যা গত ছয় বছরে এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু।

 

খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা সবচেয়ে সক্রিয়, যেগুলি আফগানিস্তান সীমান্তে অবস্থিত। ইসলামাবাদ আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কে এ হামলার জন্য দায়ী করে আসছে, তবে কাবুলের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বেলুচিস্তানের স্বাধীনতার দাবি তুলছে এবং চীনের প্রকল্পগুলোর বিরোধিতা করছে।

 

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে পাকিস্তান ক্রমবর্ধমানভাবে অনিরাপদ হয়ে উঠছে। দ্য খোরাসান ডায়রির সহপ্রতিষ্ঠাতা ইহসানুল্লাহ টিপু মেহসুদ রাষ্ট্রের অবহেলাকে হামলার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, সামরিক অভিযানের মাধ্যমে জঙ্গিদের বিতাড়িত করার পর লাভ রক্ষার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং আফগানিস্তানের আশরাফ গনি সরকারের সাথে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

 

সাবেক কূটনীতিক মালিহা লোধি মনে করেন, তালেবান সরকার সহিংসতা মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং টিটিপির নিয়ন্ত্রণে তালেবান কর্তৃপক্ষের অস্বীকৃতি একটি বড় কারণ। জাতিসংঘের জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি আফগানিস্তানের ‘সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী’ এবং পাকিস্তানে হামলার জন্য তারা কাবুলের তালেবান সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য সহায়তা পাচ্ছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট