ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শতভাগ আবাসিকীকরণ এবং প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে শিক্ষার্থীরা ঝুম বৃষ্টির মধ্যে মৌন মানববন্ধন করেছেন। এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, “আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে আন্দোলন করছি। আমরা এখানে কয়েকজনই দাঁড়িয়ে আছি, কিন্তু আরও অনেক শিক্ষার্থী আছেন যারা জায়গার অভাবে ঢাকায় আসতে পারছেন না। আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিটের সংকট গুরুতর। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই পড়াশোনা করে। নিম্নবিত্ত পরিবারের একজন শিক্ষার্থী কিভাবে বাইরে থাকার খরচ বহন করবে? প্রশাসন বাইরে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কতটা চিন্তা করে? রাজনৈতিক দখলদারিত্ব মুক্ত হওয়ার পরও সিট সংকট না নিরসন প্রশাসনিক ব্যর্থতা প্রদর্শন করে। এছাড়া, শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ থেকে হল কর্তৃপক্ষ কী সুবিধা দিতে পারছে এবং তার জবাবদিহিতা কোথায়?”
তারা আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষ উভয়ই মেধার ভিত্তিতে চান্স পান, কিন্তু নারীদের জন্য হলের সংখ্যা ৫টি এবং পুরুষদের জন্য ১২টি। এটি প্রমাণ করে যে নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে প্রশাসন কতটা উদাসীন।”