দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:২৪

আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

তারুণ্যের যুক্তিনির্ভর নেতৃত্বে দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন “নতুন বাংলাদেশ” প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে শেষ হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)।

 

শনিবার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সদস্য মাইন আল মুবাশ্বির এবং ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাগীব আনজুম।

 

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

 

ড. ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে বিতার্কিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ বিতার্কিকরা আমাদের ‘নতুন বাংলাদেশ’ গঠনে আরও প্রাসঙ্গিক ভূমিকা পালন করবেন। আমরা বিশ্বাস করি, তারা যুক্তি ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহায়ক হবেন।”

 

মোহাম্মদ তৌহিদুল ইসলাম তিন দিনব্যাপী সফল আয়োজনের জন্য অংশগ্রহণকারী বিতার্কিক এবং বিচারকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, তরুণরা দুর্নীতি ও বৈষম্য প্রতিরোধে প্রধান চালিকাশক্তি। তারা আমাদের এই বিশ্বাসকে প্রমাণিত করেছে, এবং আমরা আশা করি যে তারা যুক্তিনির্ভর সহনশীল সমাজ গড়তে সক্ষম হবে।”

 

উল্লেখ্য, “রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি” বিষয়ক এই বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৩২টি দল অংশ নেয় এবং ৮৭টি বিতর্ক অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া, সেরা আটটি দল পরের বছরের প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট