গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন ডেঙ্গু রোগী। মোট ভর্তি রোগীর সংখ্যা এই বছরে ১৮ হাজার ৫৮৯ জন, যার মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৫৮ জন। এ পর্যন্ত ১৬ হাজার ৫৫১ জন ছাড়পত্র পেয়েছেন। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।