দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩২

নির্ধারিত সময়ে চলমান সব প্রকল্পের কাজ শেষ করা হবে: ডিএনসিসি প্রশাসক

উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসির প্রশাসক মাহমুদুল হাসান। ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকাগুলোতে চলমান সব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মাহমুদুল হাসান। শনিবার ডিএনসিসিতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মাহমুদুল হাসান শনিবার প্রথমে রাজধানীর গাবতলীর সিটি পল্লি এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ দেখতে যান। এরপরে কল্যাণপুর জলাধার ও পাম্প স্টেশন এবং আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে ডিএনসিসির প্রশাসক বলেন, প্রকল্পের কাজগুলো নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে। কাজের গতি বাড়ানোর বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। নগরের জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর জলাধার ও পাম্প স্টেশন সব সময় সচল রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এর আধুনিকীকরণ করতে হবে।

আমিনবাজার ল্যান্ডফিল (স্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র) পরিদর্শন গিয়ে প্রশাসক বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় আমিনবাজার ল্যান্ডফিলের আধুনিকীকরণ করা প্রয়োজন। আর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা হবে। এ প্রকল্পের বাস্তবায়ন হলে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

পরিদর্শনে অন্যদের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট