দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪১

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তাদের মানববন্ধন

পদোন্নতি ও পদোন্নতিতে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তারা। আজ শনিবার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ব্যাংকটির ১০ম গ্রেডের কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্য চলছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। ব্যাংকটিতে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হলেও বৈষম্যের শিকার হচ্ছেন ১০ম গ্রেডের কর্মকর্তারা। অথচ কৃষি ব্যাংকের মোট জনবলের অর্ধেকের বেশি ১০ম গ্রেডের কর্মকর্তা। অন্য গ্রেডের কর্মকর্তাদের বিধান অনুযায়ী তিন বছর পরপর পদোন্নতি হলেও দশম গ্রেডের কর্মকর্তাদের পদোন্নতির জন্য সাত-আট বছর অপেক্ষা করতে হচ্ছে।

কৃষি ব্যাংক সূত্র জানায়, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিন বছরের মাথায় মুখ্য কর্মকর্তা হচ্ছেন। একইভাবে মুখ্য কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা এবং সেখান থেকে সহকারী মহাব্যবস্থাপক প্রতিটি ধাপেই তিন বছর অন্তর পদোন্নতি হচ্ছে। ২০০৮ সালের প্রবিধানমালায় ১০ম গ্রেডের কর্মকর্তাদের জন্য একই বিধান থাকলেও তা কার্যকর হচ্ছে না।

কর্মকর্তারা বলেন, কৃষি ব্যাংকের মোট ১০ হাজার ২৭ জন জনবলের মধ্যে ৫ হাজারের বেশি ১০ম গ্রেডের কর্মকর্তা। তাঁরাই ব্যাংকের সেবাদানে মূল ভূমিকা রাখছেন, কিন্তু পদোন্নতিতে বঞ্চিত হচ্ছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট