দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৪:৩৪

চুলের হাল ফেরাতে অ্যালোভেরা নাকি আমলকী কোনটি সেরা?

চুলের সৌন্দর্য বাড়াতে নানা ঘরোয়া উপাদানের তুলনা নেই। অনেকেই এখন প্রাকৃতিক উপায় দিয়ে চুলে স্বাস্থ্য ফিরিয়ে আনতে চান, যার মধ্যে আমলকী ও অ্যালোভেরা অন্যতম। এই দুই উপাদানই পুষ্টিগুণে সমৃদ্ধ, কিন্তু আপনার চুলের জন্য কোনটি সেরা, তা জানা গুরুত্বপূর্ণ। তাহলে আসুন, চুলের যত্নে কোন উপাদানটি ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক।

 

**অ্যালোভেরার গুণাগুণ**

 

অ্যালোভেরা নানা ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ, যেমন ভিটামিন এ, সি, ই এবং বি১২। এতে ফলিক অ্যাসিড ও বিটা-ক্যারোটিনও রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এই ভেষজটি চুলের ফলিকলকে পুষ্টি দেয়, স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল পড়ার সমস্যা কমায়। নতুন চুল গজাতে সাহায্য করে।

 

**আমলকীর গুণাগুণ**

 

আমলকীতে প্রচুর ভিটামিন সি, পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে চুলের গোড়া শক্ত করে, আর অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেলের ক্ষতি আটকায়, ফলে চুল পড়া কমে।

 

**চুলের ময়েশ্চারাইজিং**

 

চুল রুক্ষ হলে অ্যালোভেরা জেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। সরাসরি অ্যালোভেরা জেল চুল ও স্ক্যাল্পে লাগাতে পারেন, অথবা নারকেল তেল বা মধুর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে চুল হবে কোমল ও নরম।

 

আমলকীও চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। আমলকীর তেল দিয়ে মালিশ করলে চুলের শাইন বাড়ে এবং তা মখমলের মতো হয়ে যায়।

 

**স্ক্যাল্পের স্বাস্থ্য**

 

অ্যালোভেরা স্ক্যাল্পের পিএইচ ব্যালান্স বজায় রাখতে সহায়তা করে, তেলের উৎপাদন নিয়ন্ত্রণে রাখে, এবং স্ক্যাল্পের প্রদাহ কমায়। এটি খুশকির হাত থেকে মুক্তি দিতে সাহায্য করে।

 

আমলকীর রসও স্ক্যাল্পের প্রদাহ কমাতে এবং খুশকি দূর করতে কার্যকরী। এর অ্যান্টিমাইক্রোবিয়াল ধর্ম স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে।

 

**কোনটি বেশি উপকারী?**

 

চুলের প্রয়োজনের উপর নির্ভর করে উপাদানটি নির্বাচন করুন। যদি দ্রুত চুল হাইড্রেট করতে চান, তবে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। ঘন ও লম্বা চুলের জন্য আমলকীর রস নিয়মিত লাগান। স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখতে দুটি উপাদানেরই সহায়তা নিতে পারেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট