ড্রাইভে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় এক পরিচালক একটি শুনশান রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেন অভিনেত্রীকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কলকাতার অভিনেত্রী এনা সাহা এমন ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন। পশ্চিমবঙ্গের আরজি কর কাণ্ডের পর নারী নির্যাতন নিয়ে সোচ্চার হয়ে ওঠা নারীদের মধ্যে এনার নামও উঠে এসেছে।
এনা জানান, মাত্র ১৭ বছর বয়সে টালিউডে কাজ শুরু করেছিলেন। এক পরিচালক তাকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর ওই পরিচালক তাকে গাড়ির মধ্যে কুপ্রস্তাব দেন, যা অগ্রাহ্য করার পর তিনি রেগে গিয়ে তাকে রাজারহাটের এক ফাঁকা রাস্তায় নামিয়ে দেন। এনা বলেন, ওই ঘটনার পর অনেকদিন ভয় পেয়েছেন এবং ‘না’ বললে কাজ হারানোর ভয় তাড়া করতো। আজকের দিনে এসে, নিজের প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার কারণে তিনি এখন মুক্ত মনে কথা বলতে পারছেন।
এনা সাহা নিজের সাহসী অবতার এবং খোলামেলা পোশাকের জন্য আলোচনায় থাকেন। তিনি বডি শেমিংয়ের বিরুদ্ধে সোচ্চার থেকেও হয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত এনা, যার প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছে কলকাতার বেশ কিছু ছবি।