দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৬

গাজার সংরক্ষিত এলাকায় ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত

গাজায় শরণার্থীদের জন্য সংরক্ষিত এলাকা আল-মাওয়াসিতে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে এক রাতে ১ জন নিহত ও ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। সংবাদমাধ্যম সিএনএন স্থানীয় লোকজন এবং গাজার প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার রাতের এই হামলার পর নিহত ও আহতদের অধিকাংশকে হাসপাতালে আনা সম্ভব হয়েছে, তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। অনেকের দেহ ধ্বংসস্তূপ ও বালির নিচে চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন।

আল-মাওয়াসি শরণার্থী এলাকা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের কাছে অবস্থিত। হামলার পর আহতদের খান ইউনিসের নাসের হাসপাতালে নেয়া হয়। নিহত ও আহতদের মধ্যে নারী-পুরুষ, শিশু— সব বয়সের মানুষ অন্তর্ভুক্ত।

এদিকে, শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে যে, আল-মাওয়াসিতে হামাসের তিনজন জ্যেষ্ঠ নেতা আত্মগোপন করেছেন বলে তাদের গোয়েন্দা তথ্য ছিল। এই তিনজন হলেন: হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের ড্রোন বিভাগের প্রধান সামের ইসমাইল কাদের আবু দাক্কা, ব্রিগেডের সামরিক গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসামা তাবেশ, এবং জ্যেষ্ঠ হামাস নেতা আয়মান মাবহৌ। তবে এই হামলায় তাদের মধ্যে কেউ নিহত হয়েছেন কি না, সে বিষয়ে আইডিএফ কোনো তথ্য নিশ্চিত করেনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট