দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫৫

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে খাইরুল কবিরকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি: র‌্যাবের সৌজন্যে

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান খাইরুল কবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাতে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাবের বার্তায় বলা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে খাইরুল কবিরের নেতৃত্বে বারহাট্টা এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও লুটপাট হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বারহাট্টা থানায় একটি মামলা করেন আশিক মিয়া নামের এক ব্যক্তি। এ ছাড়া আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণেরও অভিযোগ আনা হয়েছে খাইরুল কবিরের বিরুদ্ধে। পরে র‌্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট