দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:২৫

কিডনিতে পাথর হওয়ার কারণ ও চিকিৎসা

**কিডনিতে পাথর হওয়ার কারণ ও চিকিৎসা**

 

কিডনি, বা বৃক্ক, মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) সরিয়ে মূত্র উৎপাদন করে এবং শরীরের পানির এবং ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। প্রতিদিন আমাদের দেহের সমস্ত রক্ত প্রায় ৪০ বার কিডনির মধ্য দিয়ে প্রবাহিত হয়। কিডনিতে পাথর হওয়া একটি সাধারণ সমস্যা, যা শতকরা ১০ ভাগ মানুষের মধ্যে দেখা যায়।

 

**পাথর হওয়ার কারণ:**

 

1. **বয়স**: ২০-৫০ বছর বয়সীদের মধ্যে পাথরের ঝুঁকি বেশি।

2. **লিঙ্গ**: পুরুষদের কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা নারীদের তুলনায় বেশি।

3. **জেনেটিক**: পারিবারিক ইতিহাস থাকলে পাথর হওয়ার ঝুঁকি ২৫ শতাংশ।

4. **পরিবেশগত কারণ**: গরম পরিবেশ, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, পর্যাপ্ত পানি না পান করা।

5. **খাদ্যাভ্যাস**: অতিরিক্ত আমিষ, লবণ, এবং ক্যালসিয়াম জাতীয় খাবার কম গ্রহণ।

6. **মেডিকেল অবস্থার**: হাইপারপ্যারাথাইরয়েডিজম, রক্তে ক্যালসিয়ামের উচ্চমাত্রা, ইউরিক অ্যাসিডের বৃদ্ধি, এবং ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন।

 

**লক্ষণ:**

 

1. কোমরের পাশে ব্যথা, যা কোমর থেকে তলপেট হয়ে অন্ডকোষ বা পায়ের দিকে যেতে পারে।

2. প্রস্রাবে রক্ত, বারবার ইনফেকশন, বমি, জ্বর, মাথাব্যথা, খাবারে অরুচি।

3. কিডনি বিকল হলে পাথরও হতে পারে।

 

**পরীক্ষা-নিরীক্ষা:**

 

1. কিডনি ও তলপেটের আল্ট্রাসনোগ্রাম।

2. কোমরের এক্স-রে ও আইভিইউ।

3. ইউরিনালিসিস, সিটোস্কোপি, এবং অন্যান্য পরীক্ষার প্রয়োজন হতে পারে।

 

**চিকিৎসা:**

 

1. **ব্যথা কমানো ও ইনফেকশন কন্ট্রোল**: ব্যথা কমানো ও ইনফেকশন নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসা।

2. **পাথর অপসারণ**: কিডনি ও কিডনি-নালির পাথর অপসারণের জন্য বিভিন্ন আধুনিক পদ্ধতি যেমন লেজার ব্যবহার করে পাথর ভাঙা।

3. **প্রতিরোধমূলক উপদেশ**: পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত ওজন কমানো, নিয়মিত ব্যায়াম, এবং লবণের পরিমাণ কমানো।

 

বর্তমানে দেশে কিডনি পাথর অপসারণের জন্য অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার হচ্ছে, যেমন লেজারের মাধ্যমে পাথর অপসারণ, যা সম্পূর্ণ নিরাপদ। সঠিক রোগ নিরূপণের মাধ্যমে সময়মতো চিকিৎসা নিয়ে কিডনি সুস্থ রাখা সম্ভব। প্রয়োজনে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।

 

**লেখক**: সহকারী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি, শের-ই-বাংলা নগর, ঢাকা। চেম্বার: আলোক হাসপাতাল লিমিটেড, মিরপুর-৬, ঢাকা। হটলাইন: ১০৬৭২

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ