দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৭

নাগরিকদের দাবি, নজরদারি ও আড়িপাতা প্রযুক্তির ব্যবহারের বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক।

নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ভিন্নমত দমন ও নাগরিক অধিকার লঙ্ঘনের জন্য সাম্প্রতিক বছরগুলোতে ব্যবহৃত সফটওয়্যার ও প্রযুক্তির বিস্তারিত বিবরণসহ একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। শনিবার (২৪ আগস্ট) রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নাগরিক সংলাপে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ২.০ সিভিল রিফর্ম গ্রুপের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

 

বক্তারা বলেন, গত দশ বছরে ইসরায়েল ও অন্যান্য দেশ থেকে কয়েক হাজার কোটি টাকার অত্যাধুনিক সফটওয়্যার কেনা হয়েছে, যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছে। তারা উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তার নামে কেনা এসব সফটওয়্যারের ক্রয় প্রক্রিয়া ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে নাগরিকদের জানার অধিকার রয়েছে।

 

বেসিসের প্রাক্তন সভাপতি ফাহিম মাশরুরের সঞ্চালনায় ‘আড়িপাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা’ শীর্ষক সংলাপে রাজনীতিবিদ, আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। আলোচকরা বলেন, দেশের সংবিধানে নাগরিকদের গোপনীয়তার অধিকার সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, তবে টেলিযোগাযোগ আইনের কিছু ধারা ব্যবহার করে সম্প্রতি নিয়মিতভাবে ফোন ট্যাপ করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, সাম্প্রতিক প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের ব্যক্তিগত কল, মেসেজ, ছবি ও ভিডিও রেকর্ড করা হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, এনটিএমসি ও ডিওটি-র মতো সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার না করে তাদের বিলুপ্তি জরুরি। নতুন কমিশন গঠন করে স্পষ্ট বিধিবিধান তৈরি করা উচিত। মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, আদালতের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন ও মিডিয়ার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি অধ্যাপক মইনুল হোসেন বলেন, আইন আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে তা পরিবর্তন করা উচিত। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সামি দাবি করেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোপনীয় তথ্য ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে ব্যবহার হয়েছে।

 

সংলাপে আরো বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান, সাংবাদিক গোলাম মুর্তজা, আশরাফ কায়সার, রাজনীতিবিদ জুনায়েদ সাকি, এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ, সাইবার বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ, প্রাইভেসি বিশেষজ্ঞ সাবহানাজ রশিদ দিয়া, আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা, তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও উদ্যোক্তা জাকারিয়া স্বপন, রাষ্ট্র চিন্তার দিদার ভূইয়াঁ, উন্নয়ন গবেষক আহমেদ ওমর তৈয়বসহ ত্রিশের বেশি আলোচক।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট