দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:১৮

পুতিনের সঙ্গে অজিত ডোভালের বৈঠকে মোদির বার্তা”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ইউক্রেন সফরে মোদি ও প্রেসিডেন্ট জেলেনস্কির আলোচনার বিষয়গুলো পুতিনকে অবহিত করেছেন দোভাল। মোদি ইউক্রেন সফরে কিছু ‘আকর্ষণীয় পরিকল্পনা’ নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছিলেন, যা পুতিনের সামনে তুলে ধরেছেন দোভাল।

 

বৈঠকে দোভাল পুতিনকে জানান, মোদি তার ইউক্রেন সফর ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয়টি ব্যক্তিগতভাবে তার কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আলোচনাটি রুদ্ধদ্বার বৈঠকে হয়েছিল, যেখানে শুধু মোদি ও জেলেনস্কি উপস্থিত ছিলেন।

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর মন্তব্য করেছেন যে, সংঘাতের সমাধান মাঠে খুঁজে পাওয়া যাবে না; শান্তির জন্য কূটনৈতিক আলোচনা ও বৈঠক অপরিহার্য। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষকেই আলোচনা শুরু করতে হবে, এবং ভারত এ ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজ করতে প্রস্তুত।

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন দোভাল। ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে রাশিয়ায় গিয়েছিলেন। পশ্চিমারা তার এই সফর ভালোভাবে গ্রহণ করেনি। পরবর্তীতে, গত আগস্টে, মোদি ইউক্রেনে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সফর করেন। এটি অনেকের মতে, পশ্চিমাদের অসন্তোষ কমানোর চেষ্টা ছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদি কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন, যা সফল হলে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রভাব বাড়তে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট