পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা করেছেন। বৃহস্পতিবার রাজভবন থেকে এক ভিডিও বার্তায় রাজ্যপাল এই ঘোষণা দেন।
রাজ্যপাল মমতা ব্যানার্জীকে নাম উল্লেখ না করে ‘লেডি ম্যাকবেথ’ হিসেবে কটাক্ষ করেন এবং বলেন, “রাজ্যে যে পরিস্থিতি চলছে, তাতে আমি মুখ ফিরিয়ে থাকতে পারি না। বাংলার সমাজের পাশে দাঁড়িয়ে আমি স্থির করেছি, মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করব। সরকারি মঞ্চে আমি তার সঙ্গে থাকব না এবং কোনো সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকলে আমি উপস্থিত থাকব না।”
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তার পদত্যাগের প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর পদ আমার প্রয়োজন নেই। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত।”
নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা নিয়ে তিনি বলেছেন, “আমি কলকাতার বাসিন্দাদের ও বিশ্বজুড়ে সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী। সবাইকে চিকিৎসকদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি এবং চিকিৎসকদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে ফিরে যেতে অনুরোধ করছি।”