দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ১৯:৫৭

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে রোবেদ আমিনকে অপসারিত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের (চলতি দায়িত্বে) মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পদ থেকে সরিয়ে দিয়েছে। নতুন দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক অফিস আদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

এর আগে, ১৯ আগস্ট অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে সরিয়ে রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছিল। তবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রোবেদ আমিনের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তিনি ছাত্র–জনতার আন্দোলনের বিরোধিতা করেছেন এবং অসংক্রমক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

 

রোবেদ আমিনের নিয়োগের পর থেকে ড্যাবের সমর্থক চিকিৎসক ও কর্মচারীরা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে নিয়মিত প্রতিবাদ সমাবেশ করে আসছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ