দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৪৮

সরকার দেড় হাজারের বেশি পর্নোগ্রাফি সাইট বন্ধ করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছে, দেশে ১ হাজার ৬৬৭টি পর্নোগ্রাফি ও ৫৬০টি জুয়া ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রদান করেন।

 

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, “বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বিচ্ছিন্নতার তদন্ত ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়েছিল এবং বিস্তারিত প্রতিবেদন জমা হয়েছে। বর্তমানে কমিটির সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া, ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত এ বিভাগের সব উন্নয়ন প্রকল্পের মূল্যায়ন ও পর্যালোচনা চলছে।”

 

তিনি আরও জানান, “টেলিযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে দেশের ইন্টারনেট ব্যবস্থায় ১ হাজার ৬৬৭টি পর্নোগ্রাফি ও ৫৬০টি জুয়া ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। ম্যালওয়ার ছড়ানো সাইটগুলো ব্লক করার কার্যক্রমও চলমান।”

 

নাহিদ ইসলাম বলেন, “টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানো হয়েছে। ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণের সব প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই আইএফটি (ইন্টারন্যাশনাল ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন) জারি করা হবে।”

 

আইসিটি বিভাগে দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “হাইটেক পার্কের নাম পরিবর্তন করা হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করা হচ্ছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট