পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। ১৯৯০ সালে পেরুর অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেওয়া এই নেতাকে পরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দণ্ডিত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মাওবাদীদের দমন করতে গিয়ে তিনি মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। বুধবার ৮৬ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই বিতর্কিত রাজনীতিক। মৃত্যুর পর তার বাসায় ঘনিষ্ঠদের ভিড় জমে যায় এবং তার মেয়ে কেইকো ফুজিমোরি এক্সে লিখেছেন, দীর্ঘ ক্যান্সারের লড়াইয়ের পর আমাদের পিতা সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে গেছেন।
জাপানি বংশোদ্ভূত ফুজিমোরি ১৯৯০ সালে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের জন্য খুব কম পরিচিত ছিলেন। কিন্তু দ্রুত রাজনীতিতে প্রবেশ করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় এসে তিনি অর্থনৈতিক সংস্কার শুরু করেন, বাণিজ্য শুল্ক কমিয়ে দেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করেন। কিন্তু মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ফলে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে এবং ১৬ বছরের কারাদণ্ড হয়। গত ডিসেম্বরে মানবিক কারণে মুক্তি পেয়ে, আগস্টে ক্যান্সারের চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ঘটে।
ফুজিমোরির মৃত্যুতে পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা তার পরিবারকে জানাতে চাই যে আমরা গভীরভাবে শোকাহত।” ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি।