দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:২৮

সীতারাম ইয়েচুরি: মেধাবী নেতা হিসেবে পরিণত হন ভারতে ‘বাম রাজনীতির আলোকবর্তিকা’।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সিস্ট) বা সিপিআই (এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। তিনি ২৫ দিন ধরে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বেলা তিনটায় ৭২ বছর বয়সী এই নেতার মৃত্যু ঘটে।

 

ইয়েচুরির ইচ্ছা অনুযায়ী, তাঁর মরদেহ ডাক্তারি শিক্ষা ও গবেষণার জন্য এইমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি তাঁর স্বাস্থ্য বেশ খারাপ ছিল; শ্বাসযন্ত্রের সমস্যা ছাড়াও চোখের সমস্যা ছিল। পশ্চিমবঙ্গের প্রয়াত সিপিআই (এম) মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর শ্বাসযন্ত্র ও চোখের সমস্যা নিয়ে কিছু মিল ছিল। বুদ্ধদেবের মৃত্যু আগস্টের ৮ তারিখে, আর ইয়েচুরি ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন সেই সময়ের মধ্যে। বৃহস্পতিবার এইমসের আইসিইউ থেকে তাঁর মৃত্যু সংবাদ আসে।

 

সীতারাম ইয়েচুরির মৃত্যু সিপিআই (এম) এবং ভারতের জাতীয় রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। প্রকাশ কারাত কট্টরপন্থী হিসেবে পরিচিত হলেও ইয়েচুরি ছিলেন নরমপন্থী বিপ্লবী নেতা। সিপিআই (এম)-এর কংগ্রেস বিরোধী অবস্থান থাকলেও, বিজেপির উত্থানের পর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে ইন্ডিয়া জোট গঠনে এবং কংগ্রেসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক উল্লেখযোগ্য।

 

সীতারামের জন্ম ১৯৫২ সালে মাদ্রাজে (বর্তমান চেন্নাই)। দিল্লিতে এসে তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হন এবং অর্থনীতি নিয়ে সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বামপন্থী রাজনীতিতে আকৃষ্ট হন এবং সিপিআই (এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হন।

 

সীতারামের প্রথম স্ত্রী ছিলেন বামপন্থী নারী আন্দোলন নেত্রী বীণা মজুমদারের কন্যা ইন্দ্রাণী। তাঁদের দুই সন্তান, আশিস এবং অখিলা। আশিসের মৃত্যু ২০২১ সালে কোভিডের কারণে হয়। ইন্দ্রাণীর সঙ্গে বিচ্ছেদের পর সীতারাম বিয়ে করেন সাংবাদিক সীমা চিস্তিকে।

 

সীতারাম ইয়েচুরির মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়করি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন নেতারা শোক প্রকাশ করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তাঁর শোক প্রকাশ করেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এবং দক্ষিণ এশিয়ার সাম্যবাদী আন্দোলনে তাঁর অবদানকে স্মরণ করেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট