দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ এবং পূর্বের সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীবান্ধব নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনের পর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি প্রদান করে।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান প্রদান করে, যেমন ‘দালালদের ঠিকানা, এই ঢাবিতে হবে না’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই ঢাবিতে হবে না’, ‘হাসিনার দলালেরা হুশিয়ার সাবধান’, এবং ‘অবৈধ সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’।

 

শিক্ষার্থীরা বর্তমান সিন্ডিকেট সদস্যদের আওয়ামী দোসর দাবি করে বলেন, উপাচার্যকে এই সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীবান্ধব সিন্ডিকেট গঠন করতে হবে যাতে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায়। ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী জানান, বর্তমান সিন্ডিকেট অবৈধভাবে গঠিত হয়েছে এবং অনেক সদস্য বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন, যা গণতান্ত্রিক ঢাবিতে অগ্রহণযোগ্য। তিনি দ্রুত শিক্ষার্থীবান্ধব সিন্ডিকেট গঠনের আহ্বান জানান এবং ছাত্র রাজনীতির বিষয় পরিষ্কার করার দাবি জানান।

 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, গত ১৫ বছর ধরে ঢাবিতে শিক্ষাবান্ধব কোনো কর্মসূচি নেয়া হয়নি কারণ সব সিন্ডিকেট সদস্য আওয়ামী দোসরদের নিয়োগ দেয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় এই সিন্ডিকেট হল ছাড়ার নির্দেশ দিয়েছিল এবং তাদের আদেশে পুলিশ ও বিজিবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট