দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৯:৪৮

শমী কায়সার প্রযোজিত সিনেমার ভবিষ্যৎ কী হতে পারে?

লেখক, গবেষক, শিশু সংগঠক এবং সাবেক সংসদ সদস্য পান্না কায়সারকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুন’ নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক এবং ছবিটির প্রযোজক শমী কায়সার। নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এখন মুক্তির অপেক্ষা। ওয়াহিদ তারেক জানিয়েছেন, ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সেন্সর বোর্ডের অনুমোদনের উপর নির্ভর করছে মুক্তির সময়।

 

শমী কায়সার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। তাঁর সম্পৃক্ততা সত্ত্বেও নির্মাতা মনে করেন, ছবির মুক্তিতে কোনও জটিলতা হওয়ার সম্ভাবনা কম। ওয়াহিদ তারেক বলেন, “ছবিটি আওয়ামী লীগের নয়; এটি শহীদুল্লাহ কায়সারকে নিয়ে, যিনি ১৯৭১ সালে শহীদ হন। সেন্সর বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

 

ছবিতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তিনি জানিয়েছেন, “ছবির কাজ শেষ। এটি সরকারি অনুদানের ছবি, তাই মুক্তি পাবে বলে আশা করছি। হয়তো এ বছরেই মুক্তি পাবে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট