দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:২৫

ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে কার্যকর পদক্ষেপকে বেশি গুরুত্ব দিচ্ছি: স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, “ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে কার্যকর পদক্ষেপকে বেশি গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে দেশের সব পৌরসভা ও সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তারা সে অনুযায়ী কর্মপন্থা গ্রহণ করেছে।”

 

বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানান, “ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাথে কথা বলেছি। তারা ভালো চিকিৎসা পাচ্ছে এবং চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ নেই। গত ৮ সেপ্টেম্বর ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে একটি জাতীয় কমিটির সভা হয়েছে, যা ফলপ্রসূ হয়েছে এবং বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “ডেঙ্গু ছাড়াও রোগীরা টাইফয়েড, ডায়াবেটিসসহ অন্যান্য রোগে আক্রান্ত, যার ফলে সুস্থ হতে অতিরিক্ত সময় লাগছে। স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে সেবা প্রদান করছেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।”

 

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. মো. শের আলী খান, এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট