দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৪১

দাম কমেছে এএমডি প্রসেসরের, ঘাটতি রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্কের

কম্পিউটার ও যন্ত্রাংশের দোকানে ক্রেতাদের ভিড়।

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, এএমডি প্রসেসরের দাম মডেলভেদে এক হাজার থেকে দুই হাজার টাকা কমেছে। অন্যান্য যন্ত্রাংশের দাম অপরিবর্তিত থাকলেও বাজারে চাহিদার তুলনায় ১ টেরাবাইট হার্ডডিস্কের ঘাটতি রয়েছে। আর তাই বিকল্প হিসেবে ক্রেতাদের অনেকেই সলিড স্টেট ড্রাইভ কিনছেন। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।

প্রসেসর

ইন্টেল: কোর আই–৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই–৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই–৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।

এএমডি: রাইজেন–৯ ৭৯০০এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৪২ হাজার টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮- ৪.৬ গি.হা. ১৭ হাজার টাকা, রাইজেন–৭ ৭৭০০এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩০ হাজার ৫০০ টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ৩.৯০-৪. ৪০ গি.হা. ১৩ হাজার ২০০ টাকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট