ক্যান্সার রোগীদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার বিশেষ কর্মসূচির আয়োজন করে। বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উপলক্ষে গত রবিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ক্যান্সার রোগীদের নিয়ে ছবি আঁকার কর্মশালা হয়, যেখানে প্রশিক্ষক হিসেবে অংশ নেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী সোহাগ পারভেজ।
তিনি রোগীদের উদ্দেশ্যে বলেন, রঙ মানুষের মনকে প্রশান্তি দেয় এবং আঁকাআঁকির মাধ্যমে যে আনন্দের অনুভূতি তৈরি হয়, তা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।
ছবি আঁকতে পেরে খুশি হন ক্যান্সার চিকিৎসাধীন রোগীরাও। এরপর বিকাল ৪টায় শুরু হয় দ্বিতীয় পর্ব, যেখানে অংশ নেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী বিভিন্ন প্রান্তের ক্যান্সার যোদ্ধারা, যারা সুস্থ হয়েছেন।
এই পর্বে তারা তাদের ক্যান্সার সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা, চিকিৎসার অনুভূতি শেয়ার করেন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিনিয়র কনসালটেন্টদের ক্যান্সার সচেতনতা ও চিকিৎসা নিয়ে মূল্যবান পরামর্শ শোনেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমসহ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
সাকিফ শামীম বলেন, “ক্যান্সার মানেই যেন দুঃখজনক কিছু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা চাই ক্যান্সার আক্রান্ত মানুষও আনন্দ করতে শিখুক এবং বুঝুক ক্যান্সার নিয়ে সচেতনতার মাধ্যমে ভয় পাওয়ার কিছু নেই। নির্দিষ্ট সময় পর্যন্ত সঠিক চিকিৎসা করলে ক্যান্সার পুরোপুরি ভালো হয়। তাই দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে, এতে ক্যান্সার উদ্বেগের কারণ হবে না।
পূর্বে ক্যান্সারের চিকিৎসা বিদেশ নির্ভর ছিল, যা সময়, অর্থ ও ভোগান্তির কারণে মানুষ দেরিতে চিকিৎসা নিতো এবং ফলস্বরূপ ক্যান্সার মারাত্মক অবস্থায় চলে যেত। এখন দেশে আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসা পাওয়া যাচ্ছে, বিশেষ করে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে। রোগীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সময় নষ্ট না করে দ্রুত উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন।”