রাজধানীর কাফরুল এলাকা থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পরও শাকিল (২৪) নামের এক তরুণের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। তিনি পেশায় একজন ডেকোরেটর কর্মী। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে উল্লেখ করে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
শাকিলের বোন পিংকি আক্তার প্রথম আলোকে জানান, গত ১৩ জুলাই অনিক নামের এক বন্ধুর সঙ্গে মিরপুর-৩ নম্বর এলাকার বাসা থেকে কাফরুলের রাকিন সিটিতে যান তাঁর ভাই। সেখান থেকে পাঁচজন শাকিলকে একটি অটোরিকশায় করে তুলে নিয়ে যান। অনিক তাঁদের এই তথ্য জানিয়েছিলেন। তুলে নেওয়ার পর থেকে আর শাকিলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনার চার দিন পর গত ১৭ জুলাই তাঁর বাবা কাফরুল থানায় একটি নিখোঁজের জিডি করেন।
পিংকি আক্তারের ভাষ্য, ঘটনার দুদিন আগে ফিরোজ নামের এক ব্যক্তির সঙ্গে শাকিলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছিল বলে অনিক তাঁদের জানিয়েছেন। এর জেরেই ফিরোজ সহযোগীদের নিয়ে শাকিলকে তুলে নিয়ে যান। এ ছাড়া ফিরোজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।
অনিক প্রথম আলোকে বলেন, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে ফিরোজসহ ৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে শাকিলকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যান। তার পর থেকে শাকিলের আর খোঁজ নেই।
শাকিল নিখোঁজের জিডি তদন্ত করছেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) রশিদ খান। তিনি প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত শাকিল নিখোঁজের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।