দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:১১

হাত বদলাচ্ছে দখলদারি-চাঁদাবাজির, বিতর্কিতরা পাচ্ছেন দায়িত্ব: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেছেন, গণ-অভ্যুত্থানে কোনো দল বা গোষ্ঠী বিজয়ী হয়নি। অথচ বিভিন্ন স্থানে দখলদারি ও চাঁদাবাজির হাতবদল হচ্ছে। বিভিন্ন জায়গায় বিতর্কিতদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সভাপতিমণ্ডলীর সভায় নেতারা এসব কথা বলেন। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়ায় দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ, সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট