দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:৫৫

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা: পাঠ্যবইয়ে নতুন পরিবর্তন, বার্ষিক পরীক্ষা ৩ ঘণ্টার হবে

আগামী বছর থেকে মাধ্যমিকের পাঠ্যবইয়ে বড় পরিবর্তন আসছে। প্রাথমিকের বইয়ে কিছু পরিমার্জন হবে, তবে ব্যাপক পরিবর্তন হবে না। আগামী ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ৩ ঘণ্টায় অনুষ্ঠিত হবে, যেখানে ৭০ শতাংশ মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এবং ৩০ শতাংশ মূল্যায়ন হবে বিদ্যালয়ে শিখনকালীন কার্যক্রমের ভিত্তিতে।

 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা নিয়ে নতুন সিদ্ধান্তের ঘোষণা শিগগিরই করা হবে। বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে, তবে অন্তর্বর্তী সরকারের মতে, এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। তাই তারা ২০১২ সালের পুরোনো শিক্ষাক্রম পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে।

 

বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কার্যক্রম চলছে। যদিও আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ছিল, সরকার পরিবর্তনের পর এই পরিকল্পনাও বদলে গেছে।

 

এনসিটিবি জানিয়েছে, প্রথম থেকে তৃতীয় শ্রেণির বইয়ে বড় পরিবর্তন হবে না, তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে প্রায় সম্পূর্ণ পরিবর্তন আনা হবে এবং নতুন শিক্ষাক্রমের বই থাকবে না। পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী বই দেওয়া হবে এবং সম্ভবত নতুন বিষয় যুক্ত হবে, যেমন হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস “১৯৭১”।

 

নতুন শিক্ষাক্রম অনুযায়ী, নবম শ্রেণির ছাত্রদের আগামী জানুয়ারিতে দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নির্ধারণ করতে হবে। তাদের জন্য ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত বই প্রদান করা হবে, যাতে সংক্ষিপ্ত পাঠ্যসূচি থাকবে।

 

বর্তমানে পাঠ্যবই পরিমার্জনের জন্য একটি দল কাজ করছে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

 

এছাড়া, বার্ষিক পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হয়েছে। অষ্টম ও নবম শ্রেণির জন্য পরীক্ষার সময় ছিল পাঁচ ঘণ্টা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য চার ঘণ্টা; তবে এখন থেকে এসব পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা। পরীক্ষায় ৭০ শতাংশ মূল্যায়ন হবে লিখিত প্রশ্ন এবং এমসিকিউর মাধ্যমে, আর ৩০ শতাংশ মূল্যায়ন হবে বিদ্যালয়ে শিখনকালীন কার্যক্রমের ভিত্তিতে।

 

এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানান, পরিবর্তিত পরিস্থিতিতে নানা বিষয় নিয়ে আলোচনা চলছে এবং খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট