দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:৩৬

“আন্দোলনে অংশগ্রহণকারী দুইজন চিকিৎসককে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা পদে নিয়োগের দাবি”

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় যেসব চিকিৎসক সরকারের পতনে ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে দুজনকে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার দাবি করেছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবিসহ আরও ১৭টি দাবি তুলে ধরে।

 

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জানান, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য খাতে যে গতিশীলতা আশা করা হয়েছিল, তা পূরণে ব্যর্থ হচ্ছে। স্বাস্থ্য খাতে স্থবিরতা ও অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী ষড়যন্ত্রের অভিযোগ ওঠেছে।

 

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল করতে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে থেকে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে অন্তত দুজনকে নিয়োগ দিতে হবে।

 

অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে:

– ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো চিকিৎসকদের তালিকা তৈরি ও তাদের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করা।

– অন্যায়ের প্রতিবাদকারী চিকিৎসকদের হয়রানিমূলক বদলি আদেশ বাতিল করা।

– স্বাস্থ্য খাতে দুর্নীতির তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়া।

– স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল কলেজ ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগপ্রাপ্ত ফ্যাসিবাদী দোসরদের নিয়োগ বাতিল করা।

 

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, তারা আন্দোলনে হতাহতদের তালিকা প্রস্তুত করেছে এবং তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে মনিটরিং অব্যাহত রেখেছে। চিকিৎসাসেবা জাতি, ধর্ম, গোত্র ও রাজনৈতিক পরিচয়ের বাইরে হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট