দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৭:৫৫

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিবসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে ইডেন, তিতুমীর, বিএম ও ভিক্টোরিয়া সহ ২১টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষকেও কুমিল্লায় বদলি করা হয়েছে। এই পরিবর্তনের প্রজ্ঞাপন সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি কলেজের শিক্ষকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

**অধ্যক্ষ পদে রদবদল:**

১. **সরকারি বিএম কলেজ:** অধ্যক্ষ ড. মো. আমিনুল হককে ওএসডি করা হয়েছে। নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে ড. শেখ মো. তাজুল ইসলামকে।

২. **কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ:** অধ্যক্ষ ড. আবু জাফর খানকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। নতুন অধ্যক্ষ হয়েছেন মো. আবুল বাসার ভূঞা।

৩. **ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ:** অধ্যক্ষ মো. শাহেদুল খবিরকে ফেনী সরকারি কলেজে বদলি করা হয়েছে। নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম আমিনুল হক।

৪. **তিতুমীর সরকারি কলেজ:** অধ্যক্ষ হিসেবে শিপ্রা রানী মণ্ডল ও অধ্যাপক ড. মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

৫. **ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ:** অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন ড. কাকলী মুখপাধ্যায়। পূর্ববর্তী অধ্যক্ষ মো. মোহসিন কবীরকে ওএসডি করা হয়েছে।

৬. **ইডেন মহিলা কলেজ:** অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. শামছুন নাহার। পূর্ববর্তী অধ্যক্ষ ফেরদৌসী বেগমকে ওএসডি করা হয়েছে।

৭. **কবি নজরুল সরকারি কলেজ:** অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন মো. হাবিবুর রহমান। আগের অধ্যক্ষ আমেনা বেগমকে ওএসডি করা হয়েছে।

৮. **ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ:** অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না বেগম।

৯. **ঢাকার সরকারি বাঙলা কলেজ:** অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুল হাসান। পূর্ববর্তী অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামকে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে বদলি করা হয়েছে।

১০. **মো. শহীদুজ্জামান:** মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

১১. **যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজ:** অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. খন্দোকার এহসানুল কবির। আগের অধ্যক্ষ মো. মাহবুবুল হক খানকে ওএসডি করা হয়েছে।

১২. **খুলনা আযম খান সরকারি কমার্স কলেজ:** অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. শাহিদুর রহমান। পূর্ববর্তী অধ্যক্ষ কার্তিক চন্দ্র মন্ডলকে বদলি করা হয়েছে।

১৩. **খুলনার ব্রজলাল কলেজ:** অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সেখ মো. হুমায়ুন কবীর।

১৪. **সরকারি সা’দাত কলেজ:** অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান মিয়া। পূর্ববর্তী অধ্যক্ষ সুব্রত নন্দীকে বদলি করা হয়েছে।

১৫. **রাজশাহী শহীদ বুদ্ধিজীবি সরকারি কলেজ:** অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. খান মো. মাইনুল হক। রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেককে রংপুর কারমাইকেল কলেজে বদলি করা হয়েছে।

১৬. **দিনাজপুর কলেজ:** অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম মো. আল আবদুল্লাহ। পূর্ববর্তী অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিককে পাবনা এডওয়ার্ড কলেজে বদলি করা হয়েছে।

১৭. **রংপুর কারমাইকেল কলেজ:** অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। আগের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈকে বদলি করা হয়েছে।

১৮. **রাজেন্দ্র কলেজ:** অধ্যক্ষ রমা সাহাকে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বদলি করা হয়েছে। নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম আবদুল হালিম।

১৯. **সিরাজগঞ্জ সরকারি কলেজ:** অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। পূর্ববর্তী অধ্যক্ষ টি এম সোহেলকে বদলি করা হয়েছে।

২০. **লক্ষ্মীপুর সরকারি কলেজ:** অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ মঞ্জুরুর রহমান। আগের অধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল করিমকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে বদলি করা হয়েছে।

২১. **অন্যান্য পরিবর্তন:** নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাসকে চাঁদপুর সরকারি কলেজে, মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরাকে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুব সরফরাজকে জয়পুরহাট সরকারি কলেজে, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়াকে ওএসডি করা হয়েছে।

এছাড়া এনসিটিবির পরিচালক মো. খোরশেদ আলমকে সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট