দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ১০:২২

জুটিতে জুটি বাঁধলেন অবিশ্বাসী মাহি ও পার্থ।

‘শুটিংয়ের সময় শুধু একজন শিল্পীর সঙ্গেই আড্ডা হবে, এমনটা হয় না। সব সহশিল্পীর সঙ্গেই ভাই-ব্রাদার সম্পর্ক থাকতে হয়। সেটে আড্ডা, কথাবার্তা এসবই ভালো কাজের জন্য প্রয়োজন,’ নাটকের জুটি প্রসঙ্গে বলতে গিয়ে এভাবেই মন্তব্য করলেন সামিরা খান মাহি। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী জানান, তিনি জুটির পক্ষে নন। বর্তমানে, তিনি প্রথমবারের মতো তরুণ অভিনেতা পার্থ শেখের সঙ্গে আলোক হাসানের ‘অভ্যাস’ নাটকে জুটি হয়েছেন এবং পার্থের সঙ্গে আরও নাটকে জুটি হওয়ার প্রস্তাব পাচ্ছেন বলে জানিয়েছেন।

তিন বছরের ক্যারিয়ারে মাহি নিলয় আলমগীর, মুশফিক আর ফারহান, ফারহান আহমেদ জোভান, খায়রুল বাসারসহ অনেকের সঙ্গে অভিনয় করেছেন। তবে, তার সঙ্গে কোনো জুটি গড়ে ওঠেনি। মাহি মনে করেন, জুটি মানে একজন শিল্পীর ওপর নির্ভরশীল হয়ে পড়া। এজন্য, হাতে গল্প বা চিত্রনাট্য থাকলেও কখনো তিনি পরিচালকদের কাছে নির্দিষ্ট সহশিল্পী চাওয়ার কথা বলেননি।

মাহি বলেন, ‘যদি আমি কারও ওপর নির্ভরশীল হই, তবে আমার নিজস্বতা হারিয়ে যাবে। দর্শক যখন জুটিকে পছন্দ করেন, তখন শিল্পীদের জন্য সেটা ক্ষতিকর হতে পারে। তাই আমি জুটি প্রথায় বিশ্বাসী নই। আমি চাই সব শিল্পীর সঙ্গে কাজ করতে, এতে আমার অভিজ্ঞতা বাড়বে।’

জুটি প্রথা নিয়ে পার্থ শেখের মতও মিলছে। তিনি বলেন, ‘কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করা প্রয়োজন। একজন শিল্পীর কাজের বৈচিত্র্য আনতে হলে জুটির মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য শিল্পীদের সঙ্গে কাজ করা উচিত।’ পার্থ মনে করেন, বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করলে শেখার সুযোগ বাড়ে। তিনি বলেন, ‘আমি নাটক কম করি, কিন্তু গল্প, চরিত্র ও প্রেক্ষাপটের সঙ্গে সহ-অভিনেত্রী কে, সেটা দেখে নিই। দর্শক কোনো জুটিকে পছন্দ করতে পারে, কিন্তু শিল্পী হিসেবে আমি চাই, একঘেয়ে যেন না হয়।’

প্রথমবার একসঙ্গে কাজ করার আগে, পার্থ ও মাহি একে অপরের কাজ দেখেছেন। পার্থ বলেন, ‘আমি যাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছি, তাঁর কাজগুলো দেখে নিই। এতে বোঝা যায়, অভিনয়শিল্পী হিসেবে তিনি কেমন। মাহির কাজগুলো দেখেছি, এবং শুটিংয়ে গিয়ে দেখলাম, তিনি খুবই মিশুক এবং অভিনয়ের প্রতি তার আগ্রহ স্পষ্ট।’

মাহি জানান, অনেক দিন ধরেই পার্থর সঙ্গে কাজের প্রস্তাব পাচ্ছিলেন। এবারের নাটকের গল্প শুনে তিনি রাজি হয়ে যান। মাহির ভাষ্য, ‘আগে ইমরাউল রাফাতসহ বেশ কয়েকজন নির্মাতা আমাদের জুটি করে নাটক বানানোর প্রস্তাব দিয়েছিলেন। তখন পার্থর কাজ দেখেছিলাম। এবারে আলোক বিচ্ছেদের গল্পের প্রস্তাব পেয়ে রাজি হয়ে যাই।’

পর্দায় অন্য কারও সঙ্গে জুটি হয়ে টানা কাজ করতে না পারলেও, মাহি ও পার্থ আফরান নিশো-মেহজাবীন চৌধুরী জুটির কাজ দেখতে পছন্দ করেন। মাহি বলেন, ‘আমি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর নাটক পছন্দ করি। কেয়া পায়েল ও ফারহানের নাটকও ভালো লাগে। তাঁরা জুটি ছাড়াও অন্যান্য শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।’ পার্থ বলেন, ‘নিশো ও মেহজাবীন জুটির নাটক আমারও পছন্দ। বর্তমানে ইয়াশ ও তটিনী জুটির কাজও ভালো লাগে।’ তিনি জানান, ভালো গল্প ও চরিত্র পেলে মাহির সঙ্গে আরও কাজ করতে তাঁর আপত্তি নেই।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট