দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:০৯

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা। প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৬৩১ জন নিহত হয়েছেন এবং ১৯ হাজার ২০০ জনের বেশি আহত হয়েছেন। এই তথ্য ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। নিহতদের মধ্যে ৪৫০ জন হাসপাতালেমৃত অবস্থায় এবং ১৮১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সহিংসতা বাড়ে এবং ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় ১৫ আগস্ট একটি কমিটি গঠন করে, যার প্রধান সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবির। প্রাথমিক তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৭৭ জন নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে ঢাকা বিভাগেই সর্বাধিক ১১ হাজার জন আহত হয়েছেন। তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং আরও তথ্য যোগ হতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট