দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৮:২৮

টরন্টো উৎসবে সাবার প্রিমিয়ার অনুষ্ঠিত হলো।

শহরের মধ্যবিত্ত এক পরিবার। বাবা মারা গেছেন, মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হুইলচেয়ারে নির্ভরশীল। পরিবারের একমাত্র সহায়িকা মেয়ে সাবা, যে নিজের ক্যারিয়ার গড়তে না পেরে দিনরাত মাকে সুস্থ করার চেষ্টা করছে। হঠাৎ শিরিনের হার্ট অ্যাটাক হয় এবং অপারেশন প্রয়োজন হয়। দিশেহারা সাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই গল্প নিয়ে নির্মিত হয়েছে মাকসুদ হোসেনের সিনেমা ‘সাবা’। সাবা চরিত্রে মেহজাবীন চৌধুরী ও শিরিন চরিত্রে রোকেয়া প্রাচী অভিনয় করেছেন। শুটিংয়ের অভিজ্ঞতায় মেহজাবীন ছয় মাস রিহার্সাল করেছেন এবং শুটিং চলাকালে আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয়েছিল। সিনেমার গল্প নির্মাতার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার ৭ সেপ্টেম্বর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হয়, ডিসকভারি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রদর্শনী শেষে দর্শকরা সিনেমার প্রশংসা করেছেন। অন্যান্য প্রদর্শনীগুলির মধ্যে রয়েছে ১৪ সেপ্টেম্বর সকালে একটি শো এবং বিশেষ অতিথিদের জন্য আরও একটি প্রদর্শনী। সাবা টিম বর্তমানে উৎসবে বিশ্বের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করছেন, এবং নির্মাতা মাকসুদ হোসেন জাস্টিন ট্রুডোর সঙ্গে ছবি পোস্ট করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট