গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন ডেভিড মালান। এবার একই পথে হেঁটেছেন তার সাবেক সতীর্থ মঈন আলী। ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীও জাতীয় দলের সঙ্গে তার অধ্যায় শেষ করেছেন। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে তিনি তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঈন আলী তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন, “আমার বয়স এখন ৩৭ বছর। অস্ট্রেলিয়ার সিরিজে ডাক না পাওয়ার পর আমি ভাবলাম, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সময়। আমি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের হয়ে অনেক ম্যাচ খেলেছি, তাই মনে করি এই সময়টাই আমার বিদায়ের সঠিক সময়।”
১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছে মঈন আলীর। তার ক্যারিয়ারটি বেশ উল্লেখযোগ্য, যেখানে তিনি অনেক দলের হয়ে ট্রফি জিতেছেন। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয় তার কাছে সবচেয়ে স্মরণীয়। এছাড়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন তিনি এবং ইংল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটি করার কৃতিত্ব অর্জন করেছেন।
মঈনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৪ সালে। এরপর ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে ২৯৮টি ম্যাচ খেলেছেন তিনি, ৬৬৭৮ রান করেছেন এবং ৩৬৬টি উইকেট নিয়েছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন মঈন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি কোচিং পেশায় যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মঈন আলী। তিনি বলেন, “আমি এখনও ক্রিকেট খেলতে ভালোবাসি, তাই কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে থাকব। তবে কোচিংও আমার আকাঙ্ক্ষা। আশা করছি, ব্রেন্ডন ম্যাককালাম এবং অন্যান্য সেরা খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।”