দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫৩

ইসরাইলি বাহিনীর ‘ভূমিকম্পের মতো’ অভিযান এবং জেনিনবাসীর লোমহর্ষক অভিজ্ঞতা

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের বাইরে দাঁড়িয়ে ছিলেন সেজা বাওয়াক্নেহ, যিনি কিছু বছর আগে এখানে ইসরাইলি বাহিনীর হাতে তার বাবাকে হারিয়েছিলেন। এবার তিনি অপেক্ষা করছিলেন একজন ইসরাইলি সেনা কর্মকর্তার সিগনালের জন্য, যাতে তার পরিবারকে শহরের প্রধান হাসপাতালে নিয়ে যেতে পারেন। সম্প্রতি, ১০ দিনের ভয়াবহ অভিযানে ইসরাইলি বাহিনী তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, যদিও পাঁচ দিন পর তারা ফিরতে সক্ষম হন।

নিশিত রাত ১টা, সেজা তার ৬০ বছর বয়সি মা, দুই বোন, গর্ভবতী ভাবি এবং ছোট ভাইবোনদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সঙ্গে ছিল কেবল শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্রের একটি ছোট ব্যাগ এবং কিছু কাপড়। বাওয়াক্নেহ পরিবারের বাড়িতে আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছিল, তবে এবারের অভিযান ছিল সবচেয়ে ভয়াবহ। শহরবাসী একে ‘ভূমিকম্পের’ সঙ্গে তুলনা করেছে। এই অভিযানে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরাইলি বাহিনীর বুলডোজার শহরের বিশাল অংশ ধ্বংস করেছে।

অভিযানের পর, বাওয়াক্নেহ পরিবার তাদের চারতলা বাড়ির রান্নাঘরে আশ্রয় নিয়েছিল, যা ছিল তাদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। পাঁচ দিন ধরে তারা সেখানেই আটকে ছিলেন এবং সীমিত খাবার, পানি ও ওষুধ দিয়েই জীবনধারণ করছিলেন। অভিযানের পঞ্চম দিনে ইসরাইলি বাহিনী এক ঘণ্টা ধরে গুলিবর্ষণ করে এবং তারপর তাদের বাড়িতে প্রবেশ করে। সেজা বলেন, ‘আমরা সবাই রান্নাঘরের এক কোণে গাদাগাদি করে বসেছিলাম। চারপাশে বোমা, গুলির শব্দ এবং মানুষের চিৎকার শোনা যাচ্ছিল।’

ইসরাইলি সেনারা তাদের ঘর থেকে বের করে দিয়ে রাতের অন্ধকারে চলে যেতে বললে, সেজা শিশুদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলেন। সেনারা তাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং ঘর থেকে বের করে দেয়। সেজা বলেন, ‘আমরা নিশ্চিত করেছিলাম যে, বাচ্চারা তাদের পোশাক ও জুতা পরেছে এবং দ্রুত চলে যাওয়া নিশ্চিত করেছি।’

জেনিন সরকারি হাসপাতালে পৌঁছানোর পর, সেজা বুঝতে পারলেন যে তাদের পরিস্থিতি অন্যান্য অনেক পরিবারের মতোই ছিল, যারা তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং ইন্টারনেট অ্যাক্সেসের অভাবে শহরের পরিস্থিতি জানা সম্ভব হয়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান ‘ভয়াবহ ভূমিকম্পের মতো’। শহরের প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন জেনিন পৌরসভার প্রধান নিদাল আল-ওবাইদি।

এই অভিযানে অন্তত ১২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং ১০০টিরও বেশি দোকানপাট ধ্বংস হয়েছে। সেজা বাওয়াক্নেহ বলেন, ‘আমাদের বাড়ির প্রতিটি কোণ তছনছ হয়ে গেছে। এটি পুনরায় বসবাসযোগ্য করতে কয়েক সপ্তাহ লাগবে।’

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, জেনিন এবং এর শরণার্থী শিবিরে আটকে পড়া লোকদের প্রতিক্রিয়া জানাতে তাদের অনেক চেষ্টা ব্যর্থ হয়েছে। খাবার, পানি, শিশুখাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে।

স্থানীয় সাংবাদিক ইমান সিলাউই বলেছেন, ইসরাইলি সৈন্যরা শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে বাণিজ্যিক স্কোয়ারকে ‘সংরক্ষিত সামরিক অঞ্চল’ ঘোষণা করেছে। শিবিরের ১২ হাজার বাসিন্দার একটি অংশ পালিয়ে যেতে সক্ষম হলেও, হাজার হাজার পরিবার এখনো ক্যাম্পে আটকে আছে।

আল-ওবাইদি জানান, জেনিনের জনগণ বরাবরই ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ছিল, তবে এবার ধ্বংস এবং অনিশ্চয়তার মাত্রা তাদের আশা ভেঙে দিয়েছে। সেজা বলেন, ‘আমরা খুবই ক্লান্ত। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই এবং সহায়তা ছাড়া আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আশা দিন দিন ক্ষীণ হচ্ছে।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট