দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:১৫

দেউলিয়া হওয়ার পথে ১০টি ব্যাংক: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, কমপক্ষে ১০টি ব্যাংক বর্তমানে দেউলিয়া হওয়ার মতো সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তবে সরকার এসব ব্যাংককে পুনরুদ্ধারের জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আশা করি কোনো ব্যাংক দেউলিয়া হবে না, তবে বাস্তবতা হলো অনেক ব্যাংকের অবস্থা খুবই খারাপ। সঠিক পদক্ষেপ না নিলে দেউলিয়া হওয়ার ঝুঁকি রয়েছে। সরকার চেষ্টা করছে এসব ব্যাংককে বাঁচানোর জন্য।”

গভর্নর জানিয়েছেন, নাম উল্লেখ না করলেও ১০টি ব্যাংকের অবস্থা উদ্বেগজনক। ব্যাংক খাতের সংকট সত্ত্বেও গ্রাহকদের ক্ষতি না হওয়ার আশ্বাস দেন তিনি। এ জন্য আমানত ইন্সুরেন্স সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না, তবে বাংলাদেশ ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি, যেমন এস আলম বা সালমান এফ রহমানের ক্ষেত্রে। যেকোনো ব্যক্তি যদি এস আলমের সম্পত্তি কিনতে চান, তবে তা নিজের দায়িত্বে কিনবেন, বাংলাদেশ ব্যাংক এর কোনো দায় নেবে না।

তিনি আরও বলেন, “ব্যাংকিং খাত থেকে ৭০ হাজার কোটি টাকা চলে গিয়েছিল, তবে ৩০ হাজার কোটি টাকা ফিরে এসেছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট