দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৬:২২

ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা

শেখ হাসিনা। ফাইল ছবি: বাসস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও চারটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা, অন্যটি হত্যাচেষ্টার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে। এ ছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর থেকে আজ রোববার পর্যন্ত তাঁর নামে ১৪৫টি মামলা হওয়ার তথ্য জানা গেছে। এর মধ্যে ১৩১টিই হত্যা মামলা।

সর্বশেষ পাওয়া মামলাগুলোতে অভিযোগ আনা হয়েছে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা ও পুলিশ নির্বিচার গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়া তাঁর সরকারের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগসহ ১৪–দলীয় জোটের নেতা, পুলিশের সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনারকে আসামি করা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট